নারায়ণগঞ্জ থেকে ট্রাকে পাটগ্রাম যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৪ মে ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (০৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মুলেন্দু রায়।

আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড় এলাকায়। তিনি নারায়ণগঞ্জের শ্যামপুর এলাকার ঈগলু আইসক্রিম কোম্পানিতে চাকরি করতেন। এ উপজেলায় এ ব্যক্তি প্রথম করোনা আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, ওই ব্যক্তি গত ১ মে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে করে লালমনিরহাটের পাটগ্রামে আসেন। নারায়ণগঞ্জ থেকে এসেছেন জানতে পেরে ২ মে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সেখানে উপজেলা স্বাস্থ্যকর্মীদের পাঠান নমুনা সংগ্রহ করার জন্য। তিনি করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে উপজেলা স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন। সেই দিনে নমুনা পরীক্ষা করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। এতে ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুপ পাল জানান, নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এখন সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ ফেরত পাটগ্রাম উপজেলার এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, লালমনিরহাট জেলায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।