নোয়াখালীতে স্বাস্থ্য কর্মকর্তাসহ আরও দুইজন করোনায় আক্রান্ত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলামসহ নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম নিজেই গত ২৯ এপ্রিল নমুনা দিয়ে চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করেন। সোমবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে ঢাকার রিজেন্ট হাসপাতাল ভর্তি করা হয়েছে। নমুনা দেয়ার পরও তিনি দায়িত্ব পালন ও তার মালিকানাধীন বেসরকারি মেডিকেয়ার হাসপাতালে রোগী দেখায় সকলের নমুনা সংগ্রহ করা হবে। তার হাসপাতাল প্রয়োজনে লকডাউন করে দেয়া হবে।
অপরদিকে কবিরহাট উপজেলায়ও নতুন করে একজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে পুরো জেলায় চার স্বাস্থ্যকর্মীসহ ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ