করোনা থেকে সুস্থ হয়ে ৫ হাজার টাকা উপহার পেলেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৫ মে ২০২০

হবিগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ট্রাকচালক সুস্থ হয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি নারায়গঞ্জের বাসিন্দা সিদ্দিকুর রহমান। জেলায় প্রথম করোনা রোগী তিনি; প্রথম সুস্থ ব্যক্তিও তিনি। এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা, ফুল ও খাবার উপহার দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

হাসপাতালের পক্ষ থেকে তাকে ছাড়পত্র দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল ও মেডিকেল অফিসার ডা. দেবাশিষ দাশ।

jagonews24

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের ফলে করোনা আক্রান্ত রোগী সিদ্দিকুর রহমান সুস্থ হয়ে উঠেছেন। অন্যান্য আক্রান্ত রোগীরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমরা আশা করি; প্রতিটি রোগী এখন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৫ এপ্রিল বাহুবল উপজেলার সন্দেহভাজন একজন করোনা আক্রান্ত রোগীকে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে নিয়ে আসা হয়। ওই রোগী পথে গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন ট্রাকচালক সিদ্দিকুর রহমান ও হেলপারকে আটক করে সদর আধুনিক হাসপাতালের কোয়ারেন্টাইনে নেন। ১১ এপ্রিল ট্রাকচালক সিদ্দিকুর রহমানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলায় তিনিই প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।