ঝিনাইদহে চিকিৎসক-নার্সসহ আরও চারজন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে চিকিৎসক-নার্সসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জন। বুধবার (৬ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্তরা হলেন- কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, বাকি দুইজন নারায়ণগঞ্জ থেকে আসা।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে চিকিৎসক ও নার্সসহ নতুন করে চারজনের করোনা পজিটিভ ধরা পড়ে। আর পুরোনোদের মধ্যে দেহে দ্বিতীয়বারের পরীক্ষায়ও করোনা পজেটিভ ফল এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জন।
তিনি জানান, জেলায় প্রথম একজন করোনা রোগীকে শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এদিকে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাটে-বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। গাদাগাদি করে মানুষ কেনাবেচা করছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর