কর্মস্থলে ফেরার পথে চার মাসের সন্তানকে হারালেন বাবা-মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৬ মে ২০২০

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই প্রাইভেটকারের সংঘর্ষে আয়রা মণি (চার মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (০৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়রা মণি রাজশাহীর বাঘা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান সুজনের মেয়ে। পরিবার নিয়ে বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তারা। পথে দুর্ঘটনায় মেয়েকে হারালেন বাবা।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকি বলেন, বুধবার ভোরে রেজুর মোড় এলাকায় বাগাতিপাড়া থেকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী প্রাইভেটকারের যাত্রী শিশু আয়রা মণি ঘটনাস্থলেই নিহত হয়। সেই সঙ্গে দুই গাড়ির চালকসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।