হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৬ মে ২০২০
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর (২০) মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করেছে। উপজেলার হাজীগঞ্জ ৩ নম্বর ওয়ার্ডে গৃহবধূর শ্বশুরবাড়ি ।

স্থানীয় সূত্র জানায়, চার-পাঁচদিন ধরে জ্বর, সর্দি ও পাতলা পায়খানা এবং গলাব্যথায় ভুগছিলেন গৃহবধূ। রোববার সকালে তার জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, গৃহবধূর মুত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে যেকোনো লোক মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানালে আমরা স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করব।

ইকরাম চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।