সীমিত করা হলো মৌলভীবাজার হাসপাতালের চিকিৎসা সেবা
চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (৭ মে) থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ মে) হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায় স্বাক্ষরিত আদেশে এ ঘোষেণা দেয়া হয়।
তবে জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন, ডায়ালাইসিস সেবা চালু থাকবে। করোনা রোগী ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
প্রসঙ্গত, সোমবার (৫ মে) পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক, গাইনি বিশেষজ্ঞ , মেডিসিন বিশেষজ্ঞ ও শিশুরোগ বিশেষজ্ঞসহ আরও দুই জন নার্স রয়েছেন।
রিপন দে/আরএআর/জেআইএম