চাঁদপুরে তিন পুলিশসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৭ মে ২০২০

চাঁদপুরে নতুন করে ৩ পুলিশ সদস্যসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩৪। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনই পুলিশ সদস্য।

আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এক এসআই ও ২ কনস্টেবল রয়েছেন। এছাড়া কচুয়ার একজন সিনিয়র নার্স এবং চাঁদপুর সদর হাসপাতালের একজন ডাক্তারের অফিস সহকারী (এটেন্ডেন্ট) এ তালিকায় রয়েছেন। চাঁদপুরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আক্রান্ত হলেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার ৫ জনের নমুনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত ৩৪ জনের মধ্যে মারা গেছেন ৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০ জন। বাকিরা এখনও চিকিৎসাধীন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর মারা গেছেন আলী আজ্জম (৬৫) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদরের রামপুরের কামরাঙ্গা এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি চাঁদপুরে প্রথম করোনায় মৃত ফয়সালের (৪১) শ্বশুর।

সকাল ১০টা থেকে আলী আজ্জম বুকে ব্যথা অনুভব করছিলেন। পরে দুপুরে বাড়িতেই মারা যান তিনি।

তার জামাই ফয়সাল গত ১১ এপ্রিল সদর উপজেলার কামরাঙ্গায় শ্বশুরবাড়িতেই মারা যান। ফয়সালের গ্রামের বাড়ি ছিল মতলব উত্তরে। তিনি কর্মসূত্রে নারায়ণগঞ্জ থাকতেন।

অন্যদিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সেরও করোনা শনাক্ত হয়েছে। এরই মধ্যে তার বাসস্থান লকডাউন করা হয়েছে। কচুয়ায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

কচুয়া উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সোহেল রানা জানান, কচুয়ার শাহারপাড় গ্রামের আব্দুর রব ডাক্তার বাড়ির ফয়েজ আহমেদ (৩৫) নামে এক যুবক ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ এপ্রিল রাতে কচুয়ার নিজ বাড়িতে ফেরেন। খবর পেয়ে বুধবার কচুয়া উপজেলার সহকারী কমশিনার (ভূমি) একি মিত্র চাকমা ওই যুবকের বাড়িটি লকডাউন ঘোষণা করেন।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।