এক রোগী থেকে পরিবার ও হাসপাতালের ৭ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৭ মে ২০২০

লালমিনরহাটে আজ ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের রয়েছেন ৫ জন। লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে আদিতমারীতে ৮ জন এবং হাতীবান্ধায় একজন রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জন। জেলায় ইতোমধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান (কল্লোল) বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, গাজীপুর থেকে আসা করোনা পজিটিভ এক যুবকের (১৮) পরিবারের ৫ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের ৫ সদস্যের মধ্যে আছেন তার বোন (১৪), ভাই (১৬), স্ত্রী (১৮), দাদী (৬৫) এবং বাবা (৪০)। তাদের সবার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের (শখের বাজার) এলাকায়। তবে ওই বাড়ির প্রথম করোনা আক্রান্ত (১৮) ব্যক্তি গত ১৮ এপ্রিল রাত থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। গতকাল তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

এছাড়াও আক্রান্তের তালিকায় আছেন ওই রোগীর সংস্পর্শে আসা আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টাফ নার্স (৪৬), হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী (৩০)।

এদিকে একই উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন সম্প্রতি নারায়ণগঞ্জ ফেরত ২৬ বয়সী আরেকজন।

এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের কুমিল্লা ফেরত এক নারীর করোনা পজিভিট রিপোর্ট এসেছে। এ ঘটনায় ওই নারীর বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মনসুর উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্তদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ ঘটনায় আক্রান্তের আশপাশে কয়েকটি বাড়ি লকডাউ করা হয়েছে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।