থাপ্পড়ের প্রতিশোধ নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৮ মে ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে থাপ্পড় মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে কানাই ঋষি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর উভয়পক্ষ সংঘর্ষে জড়ানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক রাম প্রসাদ ও ভানু ঋষিকে আটক করেছে পুলিশ। নিহত কানাই ঋষি পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাম প্রসাদ হেয়ালিপনা করে কানাই ঋষিকে পাগল বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রাম প্রসাদকে থাপ্পড় মারেন কানাই। পরে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি করা হয়। কিন্তু রাম প্রসাদের ক্ষোভ রয়ে যায়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে রাম প্রসাদ কয়েকজন সহযোগী নিয়ে কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, ঘটনার পর পরই পুলিশ রাম প্রসাদ ও ভানু নামে দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।