করোনার উপসর্গ নিয়ে গার্মেন্টসকর্মীসহ দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৮ মে ২০২০
প্রতীকী ছবি

লালমনিরহাট সদর উপজেলায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকাফেরত গার্মেন্টসকর্মীসহ দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলায় ওই গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়। তিনি জ্বর, সর্দি-কাশি নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন। শুক্রবার সকালে তিনি মারা যান। তিনি লালমনিরহাট সদর উপজেলার তেলিপাড়ার বাসিন্দা।

অপরদিকে সদর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি সদর উপজেলার বানভাষা এলাকার এক ব্যক্তির ছেলে। পরে মৃত গার্মেন্টসকর্মী ও শিশুর নমুনা সংগ্রহ করেন লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকরা।

লালমনিরহাট সদর হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তেলিপাড়া গ্রামের ওই গার্মেন্টসকর্মী জ্বর, সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি সদর উপজেলার বানভাষা এলাকার শিশুটি জ্বর, সর্দি-কাশিতে মারা যায়। চারদিন আগে নারায়ণগঞ্জ থেকে দুজন আত্মীয় তাদের বাড়িতে আসেন। এরপর থেকে শিশুটি অসুস্থ ছিল। মৃত শিশুর নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপংকর বলেন, করোনার উপসর্গ নিয়ে ঢাকাফেরত গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। মৃত শিশুর বাড়িতে নারায়ণগঞ্জ থেকে আত্মীয়রা এসেছেন। তাদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুসহ দুজনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তারা করোনায় আক্রান্ত হয়েছেন কি-না।

রবিউল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।