করোনায় ফ্রান্সে প্রাণ গেল হবিগঞ্জের দোলনের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৮ মে ২০২০

ইউরোপের দেশ ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. ইফতেখার আহমেদ দোলন নামে হবিগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ফান্সের প্যারিসের পিটিই সালপেটরিরে হাসপাতালে তিনি মারা যান।

দোলন করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে এক মাস ৮ দিন চিকিৎসাধীন ছিলেন। তিনি বাহুবল উপজেলার সাতকাপন গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।

দোলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চল্লিশ দিন আগে করোনার উপসর্গ ধরা পড়লে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দোলন।

তার নিকটাত্মীয় ও বাহুবল উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব সিরাজুল ইসলাম জানান, আগামী সোমবার ফ্রান্সেই ইফতেখার আহমেদ দোলনের দাফন সম্পন্ন হবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।