তিস্তার চরে অসহায়দের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৮ মে ২০২০

আজ আল্লাহ আমাগো দিকে মুখ তুইল্যা দেখছে। আর্মি ব্যাটারা (ছেলে) আমাগো ঘরে আইয়া খাবার দিল। অনেক দিন ভালা খাওন খাইনি। পাট শাক,কচুর লতি একটু ভাত খাইয়া রোজা আছি। সেনাবাহিনীর ত্রাণ পেয়ে আনন্দে আপ্লুত হয়ে এভাবে কথাগুলো বলছিলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাঘের চরের সোনা বানু (৫০) বেওয়া।

চলমান করোনাভাইরাসের কারণে লালমনিরহাটের তিস্তা চরের কর্মহীন ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে দিনরাত ছুটে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তিস্তা চরের একশত অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা।

Lalmonirhat-(1)

শুক্রবার (০৮ মে) দুপুরে সেনাবাহিনী ও বাংলা লিংক যৌথভাবে লালমহিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চরে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন।

এছাড়া চরের প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করেন তারা। খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, সাবান ও ছোলা বুট।

Lalmonirhat-(2)

সানিয়াজান ইউনিয়নের সততা বাজার এলাকার আনোয়ার হোসেন (৪০) বলেন, সেনাবাহিনী অসহায় মানুষের ঘরে এসে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে এজন্য তাদের ধন্যবাদ। তিস্তার কয়েক দফা ভাঙনে অসহায় পরিবারগুলো কয়েক বছর ধরে বাড়ি ভিটে নদীতে হারিয়ে এই বাধেঁ আশ্রয় নেয়া পরিবারগুলো সবাই অসহায়।

এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন ও মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিতে শুরু থেকে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সব মানুষের জন্য কাজ করে যাব। এছাড়া খাদ্যসামগ্রী ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।