নাটোরে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৩২ পিএম, ০৮ মে ২০২০

নাটোরে আরও একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শক্রবার শনাক্ত হওয়া ব্যক্তি নাটোর সদর হাসপাতালের একজন স্টাফ। তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) কর্মরত।

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আনছারুল হক জানান, হাসপাতালের ওটি বিভাগের একজন করোনায় আক্রান্ত হওয়ায় ওটি বিভাগ লকডাউন করা হয়েছে। এই বিভাগে দায়িত্বপালনকারী ১ জন ডাক্তার, ৩ জন নার্স ও ৩ জন ওটি সহকারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উল্লেখ্য, নাটোরে করোনায় আক্রান্ত ১১ জনের মধ্যে ৪ জন স্বাস্থ্য সহকারী ও একজন চিকিৎসক।

রেজাউল করিম রেজা/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।