ঝিনাইদহে বাবা-ছেলেসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে নতুন করে বাবা-ছেলেসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। শনিবার (৯ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন আক্রান্তরা হলেন- সদর হাসপাতালের একজন মেডিকেল অফিসার, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের একজন সেবিকা এবং কোটচাঁদপুর উপজেলায় এক রিকশাচালক ও তার ছেলে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ জন। এর মধ্যে ৯ জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ২১ জন কর্মী রয়েছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ৪৭ জনের নমুনার ফলাফল আসে। এর মধ্যে এক চিকিৎসকসহ নতুন চারজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। তাদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হবে।
তিনি আরও বলেন , এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পজিটিভ হওয়া ঝিনাইদহের ৩৩ জন করোনা রোগীর নমুনা ৩, ৭ ও ১৪ দিনের ব্যাবধানে দ্বিতীয় পরীক্ষার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছিলাম। ঢাকা থেকে ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের তৃতীয়বার নমুনা পরীক্ষার করার পর বলা যাবে তারা কী অবস্থাই আছে। আর বাকি ১৮ জনের ফলাফলও চলে আসবে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর