করোনা আক্রান্তদের জন্য উপহার পাঠালেন এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৯ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্তদের মনোবল বৃদ্ধি ও শুভ কামনায় পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান শুভেচ্ছা উপহার সামগ্রী পাঠিয়েছেন। শনিবার (৯ মে) ফলের ঝুড়িতে সান্ত্বনা চিঠি দিয়ে লেখা হয়েছে, ‘করোনাকে ভয় নয়, সবাই মিলে করব জয়।’

এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফল। করোনা আক্রান্ত (৭০) এক বৃদ্ধ বলেন, স্যার (পুলিশ সুপার) সবসময় আমাদের খোঁজখবর নেন। আজ অনেক ফলও পাঠিয়েছেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, করোনাভাইরাসে আক্রান্তরা যাতে নিজেদের একা মনে না করেন এবং মানসিকভাবে ভেঙে না পড়েন সেজন্য তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসকে ভয় না করে সবাই মিলে সামাজিক দূরত্ব বজায় রেখে ও বিধিবদ্ধ নিয়ম কানুন মেনে চলার মধ্য দিয়ে করোনাকে জয় করব।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।