বগুড়ায় দুই নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১০ মে ২০২০
ফাইল ছবি

বগুড়ায় দুইজন নারী পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন বগুড়া পুলিশ লাইন্সে আইসোলেশনের য়েছেন। গত ২৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে তারা বগুড়ায় বদলি হয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, ঢাকা থেকে বদলি হয়ে আসা তিন নারী কনস্টেবলকে পুলিশ লাইন্সে আলাদা রাখা হয়। এরপর নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জন। এদের মধ্যে নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ও নিজবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৫৪টির মধ্যে দুটি পজিটিভ, জয়পুরহাটের ১১৭টির সব নেগেটিভ এবং সিরাজগঞ্জের ১৭টির মধ্যে একটি পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

লিমন বাসার/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।