ব্যবসায়ীর গোডাউনে ১০০ বস্তা পচা চাল, ৫০ বস্তা পানিতে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের চাল ব্যবসায়ী অশোক সাহার গোডাউন থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলা শহরের চাল ব্যবসায়ী অশোক সাহার গোডাউন থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধার করেন ইউএনও মো. লিটন আলী। এর আগেও অশোক সাহার অন্নপূর্ণা রাইস মিল থেকে ৫০ বস্তা পচা চাল কুমার নদে ফেলা দেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেছিল প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, অশোক সাহার বিরুদ্ধে চাল মজুত করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগ দীর্ঘদিনের। শনিবার রাতে আলমডাঙ্গার কুমার নদের পানির ভেতর থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিল মারা ৫০ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার রহস্য উন্মোচনে সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় দেখা যায় কুমার নদে ফেলে দেয়া চাল অশোক সাহার গোডাউনের চালের সঙ্গে মিল রয়েছে। পরে গোডাউন থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী বলেন, কুমার নদের পানিতে ফেলা দেয়া ৫০ বস্তা সরকারি চালের সঙ্গে অশোক সাহার গোডাউনের চালের মিল রয়েছে। তার গোডাউন থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধার করা হয়েছে। পরে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
সালাউদ্দীন কাজল/এএম/এমকেএইচ