চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার সময়সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত
করোনাভাইরাস পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদভাবে আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ বছর জেলায় বিভিন্ন জাতের আম পাড়ার সময়সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
সভায় বক্তারা বলেন, আম পাড়ার ক্ষেত্রে গত বছরের মতোই এবারও কোনো ক্যালেন্ডার থাকবে না। তবে আম পরিপক্ক হলেই বাজারজাত করা যাবে।
করোনা পরিস্থিতিতে জেলার আম যাতে দেশের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নে পরিবহন করা, আম পরিবহনে প্রত্যায়নপত্র প্রদান, অন্য জেলার ব্যবসায়ীদের এই জেলায় আগমনে ছাড়পত্র প্রদান, রাস্তায় আমের ট্রাক চলাচল বাধাগ্রস্ত না করা, বিষমুক্ত আম উৎপাদন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে বাগান থেকে আমপাড়া, প্যাকেটজাত, বাজারজাতকরণ এবং জেলায় বিভিন্ন জাতের আম পাড়ার সময়সীমা নির্ধারণ না করার ব্যাপারে সকলেই একমত পোষণ করেন।

সভায় পরিপক্ক আম প্রাকৃতিকভাবে পাকার পর বাজারজাত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তবে কেউ অপরিপক্ক আম বাজারে নামালে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপরিচালক মো. নজরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দিন, জেলা মার্কেটিং অফিসার নুরুল ইসলাম, আমচাষি ইসমাইল হোসেন খান শামিম, কানসাট আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু, আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম