করোনামুক্ত হলো নড়াইল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১১ মে ২০২০

নড়াইলে করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনের সবাইকে করোনা নেগেটিভ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। রোববার (১০ মে) এবং সোমবার (১১ মে) নড়াইল সদরে তিন চিকিৎসকসহ চারজন এবং লোহাগড়ায় তিন চিকিৎসকসহ আটজনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার (১১ মে) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে নড়াইল জেলা করোনামুক্ত। জেলায় করোনা শনাক্ত হওয়া কোনা রোগী নেই।

এর আগে জেলার লোহাগড়া পৌর এলাকায় প্রথম করোনায় আক্রান্ত রোগী সৈয়দ সুজন আলীকে করোনামুক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইলে বর্তমানে করোনা রোগীর সংখ্যা শূন্য। তবে করোনামুক্ত বলা যাবে না।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলার কালিয়া উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

হাফিজুল নিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।