লালমনিরহাট সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:২৪ এএম, ১২ মে ২০২০
প্রতীকী ছবি

কোনো উপসর্গ ছাড়াই লালমনিরহাট সদর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়ছে। এ নিয়ে জেলায় মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। তবে এদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনাক্ত স্বাস্থ্যকর্মীর শরীর থেকে গত ৫ মে রক্ত, কফ ও ঘাম সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেদিনই তার দেহে সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হতে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়। এ সময়ও তার ফলাফল পজিটিভ আসে।

এছাড়া জেলায় গাজীপুরফেরত করোনা পজিটিভ এক যুবকের সংস্পর্শে আসা পরিবারের পাঁচ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রথম করোনা আক্রান্ত যুবক গত ১৮ এপ্রিল থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

মো. রবিউল হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।