কিশোরগঞ্জে আবারও বন্ধ হয়ে যাচ্ছে দোকান-পাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১২ মে ২০২০

কিশোরগঞ্জে সামাজিক দূরত্বের বালাই নেই ঈদের কেনাকাটায়।স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার মানুষ গাদাগাদি করে ভিড় করছেন বিভিন্ন মার্কেটে। এতে জেলায় আবারও করোনা পরিস্থিতি অবণতির আশঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে আগামীকাল বুধবার থেকে ৩০ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া জেলার সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সোমবার চেম্বারের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Kisorganj-1

এ দিকে চেম্বারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহযোগিতা চেয়েছেন শহরের সবচেয়ে বড় মার্কেট বড় বাজার ব্যাবসায়ী সমিতির নেতারা।

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ'র সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল জানান, সরকার বেশ কিছু শর্ত দিয়ে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছিল। গত ১০ মে থেকে শর্তসাপেক্ষে দোকান খোলার অনুমতি দিলেও কিশোরগঞ্জে আগের দিনই অনেক দোকান খোলা হয়। আর ১০ মে থেকে শহরের বিভন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোতে মানুষের ঢল নামে। সামাজিত দূরত্ব বজায় রাখাতো দূরের কথা ক্রেতারা মাস্ক পড়তেও রাজি না। এমন পরিস্থিতিতে করোনা ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মানুষের জীবন হুমকিতে পড়েছে। তাই মানুষকে নিরাপদ রাখতে আগামীকাল ১৩ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত জেলার সকল দোকার পাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

Kisorganj-2

বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দিলু জানান, শর্তসাপেক্ষে গত ১০ মে থেকে সীমিত পরিসরে দোকানপাট খোলার সরকারি নির্দেশনা থাকলেও কিশোরগঞ্জে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো বিকল্প নেই। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নূর মোহাম্মদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।