সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় পড়ে রইল লাশ, কাছে গেল না কেউ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ মে ২০২০

নাটোরের বড়াইগ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ। করোনা আতঙ্কে কেউ তার কাছে এগিয়ে যায়নি। কেউ। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেছে। বুধবার (১৩ মে) দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গলকাটা ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ওই অঞ্চলে ঘোরাফেরা করতে দেখা যায়। আজ সকাল থেকে গলাকাটা ব্রিজের কাছে লোকটাকে পড়ে থাকতে দেখা যায়। লোকটি বেঁচে আছে না মরে গেছে করোনা আতঙ্কের কারণে সাহস করে তার কাছে যায়নি কেউ। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত লোকটির নড়াচড়া না দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তৌহিদুল ইসলাম জানান, এলাকাবাসী জানিয়েছেন ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তামূলক পোশাক পরে মরদেহটি উদ্ধারের পর দাফনের ব্যবস্থা করা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।