ফেনীতে ভার্চুয়াল আদালতে জামিন পেলেন ১৫ আসামি
ফেনীর আদালতে শারীরিক দূরত্ব বজায় রেখে আসামিদের জামিন শুনানি গ্রহণের জন্য গঠিত ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার ২২ মামলায় শুনানি শেষে ১৫ আসামির জামিন হয়েছে ফেনীর দুটি ভার্চুয়াল আদালতে।
ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক ভুট্টু জানান, ভার্চুয়াল কোর্টে ফেনীতে মঙ্গলবার ৩টি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। অপরাধ বিবেচনায় ৬ আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া বুধবার ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের ভার্চুয়াল আদালতে ১৭টি মামলায় ২০ জন আসামির জামিন শুনানির আবেদন করা হয়। আদালত আসামিদের সার্বিক দিক বিবেচনা করে ৮ জন আসামির জামিন মঞ্জুর করেন। এছাড়াও জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের ভার্চুয়াল আদালতে ২টি মামলায় ২ জন আসামির জামিন শুনানি হলে আদালত ১টি মামলায় ১ আসামির জামিন মঞ্জুর করেছেন।
আমিনুল হক ভুট্টু আরও জানান, ভার্চুয়াল পদ্ধতিটি সবার জন্য নতুন হলেও এটি সময়োপযোগী একটি পদ্ধতি। চলমান করোনা পরিস্থিতিতে এ পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায় নেই। এ পদ্ধতিতে বিচারক ও আইনজীবীসহ আদালতের সকল শ্রেণির সেবা গ্রহিতাদের মাঝে কিছুটা হলেও সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হবে।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল জানান, ফেনীতে ভার্চুয়াল আদালতে প্র্যাকটিস করার জন্য ইতোমধ্যে ৮০ থেকে ৯০ জন আইনজীবী আবেদন করেছেন। এ পদ্ধতিটি সবার জন্য নতুন হলেও হাজতিদের জন্য কিছুটা ভালো হয়েছে। যারা লঘু অপরাধে কারাগারে হাজতবাস করছে তাদের জামিনের জন্য এ পদ্ধতিটি অনেক ফলপ্রসু হবে।
রাশেদুল হাসান/এফএ/পিআর