দেড় হাজার পরিবারকে বিএনপি নেতার খাদ্য সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৪ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন ও অসহায় দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন এক বিএনপি নেতা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা শহরের ফুলবাড়িয়ায় ‘ভূইয়া ফাউন্ডেশনের’ ব্যানারে খাদ্য সহায়তা দেন জেলা বিএনপি নেতা কবির আহম্মেদ ভূঁইয়া।

খাদ্য সহায়তা দেয়ার সময় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল-ডাল, সেমাই ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এসব খাদ্যসামগ্রী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।