নড়াইলে শুক্রবার থেকে আবার সব দোকান বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৪ মে ২০২০

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়ালে আরও একজনের করোনা শনাক্ত হওয়ায় আগামীকাল শুক্রবার থেকে আবারও সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন রোগী শনাক্তের খবর নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন। জেলায় এ পর্যন্ত করোনায় একজনের মৃত্যু এবং ১৩ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।

নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা প্রশাসকের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আলোচনা করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে নড়াইলে করোনা প্রতিরোধে আগামীকাল শুক্রবার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আনজুমান আরা।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।