চুয়াডাঙ্গায় দুটি বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৪ মে ২০২০
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের টাকপাড়া গ্রামের একটি খেত থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা পুলিশকে জানায় টাকপাড়া গ্রামের আমজাদ মোল্লার সবজি খেতে দুটি বোমা রয়েছে। ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি উদ্ধার করেন। বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। পরে তিনি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সালাউদ্দীন কাজল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।