ফেনীতে আরও দুইজন করোনায় আক্রান্ত, সুস্থ দুই চিকিৎসক
ফেনীতে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ফেনী সদর ও আরেকজন ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। আক্রান্ত দুইজনই পুরুষ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির (৩০) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই ব্যক্তি জেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারী। বুধবার (১৩ মে) ফেনী জেনারেল হাসপাতাল তার নমুনা সংগ্রহ করে নোয়াখালীতে পাঠায়।
একইদিন চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে পাঠানো প্রতিবেদনে আরেক জনের (৩৫) দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
এর আগে করোনা আক্রান্ত দুই চিকিৎসকের তৃতীয় দফায় নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। এ দুই চিকিৎসকসহ জেলায় পাঁচজন করোনাভাইরাস থেকে সুস্থ হলেন।
ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, জেলায় এ পর্যন্ত ৯০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬১৬ জনের ফলাফল এসেছে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরে ১০ জন, ছাগলনাইয়ায় আটজন, দাগভূঞায় পাঁচজন, সোনাগাজীতে দুইজন, ফুলগাজীতে দুইজন ও অন্য আরও একজনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রাশেদুল হাসান/আরএআর/এমএস