৫ মিনিটের কালবৈশাখীতে লন্ডভন্ড চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৫ মে ২০২০

চুয়াডাঙ্গায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। বৃহস্পতিবার রাতে জেলার ওপর আঘাত হানা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সবকিছু। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ভেঙে গেছে শত শত গাছ পালা, বাড়িঘর ও আধাপাকা স্থাপনা। বড় বড় গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ওই ঝড়ের পর থেকে ৩৬ কেভিএ সঞ্চালন লাইনে সমস্যা দেখা দেয়ায় বিচ্ছিন্ন রয়েছে জেলার চার উপজেলার বিদ্যুত ব্যবস্থা।

জেলার আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গায় আঘাত হানে কালবৈশাখী ঝড়। প্রথমে ভারী বৃষ্টি ও পরে প্রচণ্ড বেগে আঘাত হানে ওই ঝড়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, স্থায়ীত্ব আধাঘণ্টা হলেও মূল কালবৈশাখী ঝড় ছিল মাত্র ৫ মিনিট। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার। বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।

সালাউদ্দীন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।