লালমনিরহাটে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৬ মে ২০২০

লালমনিরহাটে নতুন করে আর ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (১৬ মে) সকালে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), অফিস সহকারী ও একজন স্বেচ্ছাসেবী ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। এছাড়াও হাতীবান্ধা উপজেলায় কুমিল্লাফেরত এক যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিক উপজেলা সদরের বিন্নাগাড়ী এলাকার একজন করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসায় এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ইতোপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্টাফের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর আরও কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য গত ৮ মে রংপুরে মেডিকেল কলেজে পাঠানো হয়। সেই রিপোর্ট শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হাতে পেয়েছে। এ নিয়ে শুধু আদিতমারী উপজেলাতেই ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমার ইউনিয়নের দক্ষিণ গড্ডিমার গ্রামের কুমিল্লার ইটভাটা থেকে ফেরত স্ত্রী সম্পা আক্তারের পর তার স্বামী সবুজ মিয়া করোনা আকান্ত হয়েছেন। এ ঘটনায় উপজেলার দক্ষিণ গড্ডিমার গ্রামের ৫ নং ওযার্ডের ২১টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন বলেন, আতঙ্কিত না হয়ে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে।

রবিউল হাসান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।