উপসর্গ ছাড়াই লামা স্বাস্থ্য কর্মকর্তার করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৬ মে ২০২০

কোনো উপসর্গ ছাড়াই বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হকের নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট চারজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল।

শনিবার (১৬ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

তিনি জানান, গত ১২ মে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ মোট ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। শনিবার (১৬ মে) বিকেলে পরীক্ষার যে রিপোর্ট আসে তাতে দেখা যায় ডা. মোহাম্মদুল হকের করোনা পজিটিভ। যদিও তার শরীরে কোনো উপসর্গ ছিল না।

আক্রান্তের পর তাকে একটি আলাদা কক্ষে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এদিকে স্বাস্থ্য পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, ওই ডাক্তার ছাড়া বাকি ৩৬ জনেরই নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

এর আগে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় আক্রান্ত রাশেদা বেগম ২৩ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এছাড়া ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় আক্রান্ত দুজন এখনও হোম কোয়ারেন্টাইনে।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদুল হককে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৪ দিন পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। পরে করোনার উপস্থিতি আছে কিনা তা আবারও পরীক্ষা করা হবে।

সৈকত দাশ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।