কুয়াকাটায় আদিবাসী কিশোরীকে ধর্ষণ
পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (২৩) নামে এক যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ। তাকে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই কিশোরী (১৫) বাদী হয়ে মহিপুর থানায় ধর্ষণ মামলা করেছে। সে মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ডাক্তারি পরীক্ষা শেষে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৪ মে (বৃহস্পতিবার) গভীর রাতে কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের কাঁলাচান পাড়ার আদিবাসী ওই কিশোরীকে একই ইউনিয়নের নাউরীপাড়া গ্রামের আ. মান্নান মীরের ছেলে আল আমিন ফুসলিয়ে পার্শ্ববর্তী সাবেক ইউপি সদস্য আবু হানিফের মাছের গদির দোতালায় একটি কক্ষে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করে আল আমিন।
বৃহস্পতিবার রাতেই ওই কিশোরীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে পরদিন শুক্রবার রাতে ওই মাছের আড়তের কক্ষ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে কিশোরীর দেয়া তথ্যমতে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আলীপুর থ্রী-পয়েন্ট থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।
মহিপুর থানার এসআই মো. তারেক হাসান জানান, ভিকটিমের মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে রাখাইন কিশোরীকে উদ্ধার করা হয়। আল আমিনকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে মহিপুর থানায় ধর্ষণ মামলা করেছে।
এফএ/এমকেএইচ