গোপনে দোকান খোলায় ৬২ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৬ মে ২০২০
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলায় ৬২ হজার ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ অভিযান চালান। এ সময় ৩১ জন দোকান মালিক, দোকান কর্মচারী ও ক্রেতাদের জরিমানা করা হয়।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে গতকাল শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। কিন্তু শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের এই নির্দেশ অমান্য করে গোপনে বিপণিবিতান ও দোকানপাট খোলা হয়। সংবাদ পেয়ে সকাল থেকে শহরের সুগন্ধা প্লাজায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।

তাদের উপস্থিতি টের পেয়ে মেইন গেটে তালা ঝুলিয়ে দেন দোকান মালিকরা। পরে পুলিশ সদস্যরা ভেতরে থাকা সবাইকে বাইরে আসার অনুরোধ জানিয়ে মাইকিং করেন। কেউ বাইরে না আসায় মার্কেটের গেটের তালা ভেঙে সবাইকে বের করা হয়। এ সময় ৩১ জনকে ৬২ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সালাউদ্দীন কাজল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।