করোনামুক্ত হলেন ডাক্তার-নার্সসহ ঝিনাইদহের ১৪ জন
ঝিনাইদহে করোনা আক্রান্তদের মধ্যে পাঁচ চিকিৎসক ও নার্সসহ ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
রোববার (১৭মে) বেলা ১১টার দিকে করোনা ডেডিকেটেড শিশু হাসপাতাল ও জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র প্রাপ্তদের মধ্যে ঝিনাইদহ সদরে ছয়জন, কালীগঞ্জে ছয়জন, মহেশপুরে একজন ও শৈলকুপায় একজন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত ৪৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের বিশেষ টিমের তত্ত্বাবধানে দির্ঘ চিকিৎসার পর এই ১৪ জন করোনামুক্ত হলেন। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার বিশেষ পরামর্শ দেয়া হয়েছে।
করোনা থেকে সুস্থ হয়ে ফেরার পর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মার্ফিয়া খাতুন জানান, করোনায় আক্রান্তের পর ব্যাপক সামাজিক বঞ্চনার শিকার হয়েছি। এখন ভালো লাগছে করোনামুক্ত হয়ে।
করোনা বিজয়ীদের ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা করোনা ইউনিটের প্রধান চিকিৎসক ডা. জাকির হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, জেলায় করোনায় আক্রান্ত ৪৩ জনের মধ্যে ১৪ জনেকে ছাড়পত্র দেয়া হলো। এদের মধ্যে এক শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিল। আর বাকিরা সবাই নিজ নিজ বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের নমুনা পরীক্ষা নেগেটিভ আসায় ছাড়পত্র দেয়া হলো। তবে বাড়ি ফিরে গেলেও তারা স্বাস্থ্য বিভাগের নজরে থাকবেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমকেএইচ