চুয়াডাঙ্গায় মার্কেট খোলায় ২৪ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৮ মে ২০২০

চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা অমান্য করে মার্কেট খোলায় ২৪ ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা বড়বাজার নিউ মার্কেটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন, হাবিবুর রহমান ও জান্নাতুল ফেরদৌস শহরের বড়বাজার নিউ মার্কেটে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তারা মার্কেটে গিয়ে দেখতে পান সরকারি নির্দেশনা অমান্য করে কিছু দোকানদার গোপনে তাদের ব্যবসা পরিচালনা করছেন। এ সময় দোকান মালিক, দোকান কর্মচারী ও ক্রেতাসহ ২৪ জনকে ৭৫ হাজার ৯শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, সোমবার ভোর থেকে চুয়াডাঙ্গা নিউ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলা রেখে বেচাকেনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। বাইরে থেকে তালা দিয়ে ভেতরে কেনাবেচা হচ্ছিল। তাই ক্রেতা ও বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।