করোনা উপসর্গ নিয়ে খোদেজা রহমানের মত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর জেলা পরিষদের সদস্য খোদেজা রহমানের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে তিনি শহরের প্রিমিয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে সোমবার তার নমুনা সংগ্রহ করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যবস্থা অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে।
তিনি চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত লুৎফুর রহমান পাটোয়ারীর সহধর্মীণি।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, আমরা তার স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি তিনি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। পরে আমরা তার নমুনা সংগ্রহ করি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যবস্থা অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, আমরা তার মৃত্যুর আগে অসুস্থতার বিষয়ে জানতাম না।
স্বজনরা জানান, রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে আনার পরপরই তিনি মারা যান। ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন।
খোদেজা রহমান জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারীসহ আওয়ামী লীগ নেতারা।
ইকরাম চৌধুরী/এমএএস/পিআর