চুয়াডাঙ্গায় ৮২ কিমি বেগে আম্ফানের দাপট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:৪১ এএম, ২১ মে ২০২০

দাপট দেখিয়ে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। বুধবার রাত ৯ টার পর থেকে প্রচণ্ড গতিতে আম্ফান আঘাত হেনেছে এ জেলায়।

ঝড়ের কারণে ৩৩ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাত ৯টার পর থেকে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে প্রশাসনের কর্মকর্তারা জানাতে পারেননি। রাত ১২টায় এ সংবাদ লেখার সময়ও প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যাচ্ছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮২ কিলোমিটার এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার।

আম্ফানের প্রভাবে বুধবার বিকেল থেকেই জেলাব্যাপী মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় ঝড়। রাত ৯টার পর প্রচণ্ড গতিতে আঘাত হানে আম্ফান। রাত ১২টা পর্যন্ত ঝড়ের গতি একই রকম বিরাজ করছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি। ভেঙেছে গাছ, বিদ্যুতের খুঁটি।

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিকেল থেকেই বিদ্যুৎ নেই। রাত ৯টার পর প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। ঝড়ের কারণে কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। বড় বড় গাছ উপড়ে গেছে। মানুষের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একই উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু জানান, আম্ফানের প্রভাবে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে থাকে। রাত ৯টার দিকে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। গাছ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮২ কিলোমিটার এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার।

সালাউদ্দীন কাজল/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।