মুন্সিগঞ্জে ম্যাজিস্ট্রেটসহ ২৮ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২১ মে ২০২০

মুন্সিগঞ্জে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৮৮ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার আরও ১০ জন করোনা জয় করেছেন। এ নিয়ে জেলায় মোট ১০০ জন করোনা জয় করলেন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া দু’জন সদরের মালিপাথর গ্রামের আব্দুল হালিম (৬৫) ও চরকিশোরগঞ্জের আব্দুল কাদেরের (৬০) করোনা শনাক্ত হয়েছে। তাই জেলায় এখন মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন।

নতুন শনাক্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১৬, শ্রীনগর উপজেলায় ৭, সিরাজদিখান ৩ ও গজারিয়া ২ জন।

বৃস্পতিবার ১৯ ও ২০ মে’র পাঠানো নমুনার ১৪৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এতে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় শহরের মাঠপাড়ার পুরুষ (৬৫), মানিকপুরের পুরুষ (৩৮), মধ্যকোর্টগাঁও এলাকার পুরুষ (৩৬), মহিলা (৬০), মাঠপাড়ায় পুরুষ (৫৬), মুন্সিগঞ্জ সদরের ঠিকানায় পুরুষ (১৬), সদরের পুরুষ (৫৩), সদরের মহিলা ৫০), মালিরপাথরের পুরুষ (২৩), মালিরপাথরের মহিলা (৩০), নায়াগাঁও গ্রামের মহিলা (২৯), রিবাকীবাজারের মহিলা (৬০), বজ্রযোগিনীর পুরুষ (৪০) ও বজ্রযোগিনীর পুরুষ (৩০)। এছাড়া মালিপাথরের মৃত আব্দুল হালিম (৬৫) ও চরকিশোরগঞ্জের মৃত আব্দুল কাদের (৬০)।

শ্রৗনগর উপজেলায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার (৩১), বাড়ৈখালী গ্রামের পুরুষ (৩০), উত্তর কোলাপাড়ার পুরুষ (২৩), দাইসার গ্রামের পুরুষ (৪৯), দাইসার গ্রামের মহিলা (৩৭), দাইসার গ্রামের মহিলা (৬৯) ও মাসুরগাঁও গ্রামের পুরুষ(৩০)।

সিরাজদিখান উপজেলায় নতুন করোনা শনাক্ত তিনজন হলেন, সন্তোষপাড়া গ্রামের বোন (২৬), ভাই ফার্মেসি ব্যবসায়ী (৩৮) এবং রাজদিয়া গ্রামের ফার্মেসী ব্যবসায়ী (২৪)।

গজারিয়া উপজেলায় নতুন করোনা শনাক্ত দুইজনের মধ্যে গজারিয়া শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা পুরুষ (২৭) এবং ভবেরচর গ্রামের পুরুষ (২০)।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।