কচুয়ায় ১৮০০ পরিবারে ড. সেলিম মাহমুদের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৩ মে ২০২০

চাঁদপুরের কচুয়ায় ১২টি ইউনিয়ন ও পৌরসভায় কর্মহীন, দুস্থ ও নিম্ন আয়ের এক হাজার ৮০০টি পরিবারে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী ও বস্ত্র পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ

ড۔ সেলিমের মাহমুদের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী ও বস্ত্র পৌঁছে দেন।

এর মধ্যে ১৩০০ ব্যাগ খাদ্যসামগ্রী ও ৫০০টি শাড়ি রয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধ। গত মাসেও কচুয়ায় ১৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ড۔ সেলিম।

জানা গেছে, ড۔ সেলিম মাহমুদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইবুনালের চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি কচুয়ায় শিক্ষার উন্নয়নে ১৯৯৫ সালে বাবার দেয়া তিন একর জমিতে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজে প্রায় ১৫০০ ছাত্রছাত্রী পড়াশুনা করছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।