আজও নদী পথে বাড়ি ফিরছে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:২১ এএম, ২৪ মে ২০২০

পবিত্র ঈদুল ফিতর সোমবার (২৫ মে)। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ঘরমুখো যাত্রীরা ভিড় করেছেন। দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা এ নৌ রুট দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন।

রোববার (২৪ মে) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে যাত্রীদের যে চাপ ছিল তা ঈদ উপলক্ষে অন্যান্য সময়ের চাইতে অনেক কম। গত দুইদিন ব্যক্তিগত গাড়ির যে চাপ ছিল তা আজ নেই বললেই চলে।

munsigonj

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, ঘাটে ছোটবড় মিলিয়ে ১৫টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে। সকাল থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজারের মতো যাত্রী পার করা হয়েছে। কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক গত দুইদিনের চাইতে কম ছিল। এখন ঘাট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ২শ থেকে ৩শ যাত্রী ওপারে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের ফেরিগুলো ঘাটে প্রস্তুত আছে। যাত্রী বা গাড়ি পরিপূর্ণ হলেই তা কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।