ঈদে ৪০০ পরিবারকে গরুর মাংস উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ মে ২০২০

নড়াইলে ঈদ উপলক্ষে ৪০০ পরিবারের মাঝে গরুর মাংস উপহার দিয়েছে মেসার্স ডন ব্রিকস। রোববার দুপুরে মেসার্স ডন ব্রিকসের আয়োজনে সদর উপজেলার আওড়িয়া ইউনিয়নের আওড়িয়া গ্রামে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কমরেড মো. সিরাজুল ইসলাম, রাহিলা বেগম, সালেহা বেগম, জেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসা. আফরোজা খানম, মেসার্স ডন ব্রিকসের প্রোপাইটার মো. করিমুল ইসলাম কুশলসহ মোল্যা পরিবারের স্বজনরা।

eid02

জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আওড়িয়া ও আশপাশের গ্রামের অসহায় পরিবারের মাঝে আমার বড়ভাই কমরেড মো. সিরাজুল ইসলামের পরামর্শে মোল্যা পরিবারের আয়োজনে ২টি গরু জবাই করে ৪০০ পরিবারের মাঝে মাংস বিতরণ করেছি যাতে ঈদ আনন্দটা সকলে ভাগাভাগি করতে পারি।

মেসার্স ডন ব্রিকসের প্রোপাইটার মো. করিমুল ইসলাম কুশল বলেন, আওড়িয়া গ্রামের মোল্যা পরিবারের সদস্যরা মিলে এই আয়োজন করছে। আমাদের পাশাপাশি অন্যরাও এগিয়ে এসে অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন।

হাফিজুল নিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।