পঞ্চগড়ে তিন নারী কনস্টেবলসহ ১৪ জনের করোনা শনাক্ত
পঞ্চগড়ে তিন নারী পুলিশ সদস্যসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪ জনের মধ্যে দেবীগঞ্জে আট, সদরে চার এবং বোদা উপজেলায় দুই জন।
২০ মে এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫১ জন। সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান রোববার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্তরা ঢাকা, গাজীপুর, কুমিল্লা, মুন্সীগঞ্জসহ বিভিন্নস্থান থেকে জেলায় আসেন। এদের সকলেই কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ১০০৭ জনের মধ্যে ৯২৮ জনের পরীক্ষার ফলাফলে ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত সকলেই জেলার বাইরে থেকে আসা।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ১৫ মে ঢাকা থেকে আট নারী পুলিশ কনস্টেবল যোগদান করেন। এদের সকলের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়। তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।।
সফিকুল আলম/এমএএস/এমএস