অসহায় শিশুদের ঈদের জামা দিলেন ছাত্রলীগ নেতা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় পরিবারের শিশুদের ঈদের জামা দিয়েছেন এক ছাত্রলীগ নেতা।
রোববার (২৪ মে) বিকেলে জেলা শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৫০ শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল শিশুদের নতুন জামা উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা ফারুক খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ খান, জেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক সাইদুল ইসলাম ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন।
ইতোপূর্বে জেলার বিজয়নগর উপজেলায় এমপি মোকতাদির চৌধুরীর পক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের শিশুদের জন্য বাড়ি বাড়ি গিয়ে শিশুখাদ্য বিতরণ করেন ছাত্রলীগ নেতা রুবেল।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ