ঈদের মোনাজাতে আল্লাহর কাছে করোনামুক্তির ফরিয়াদ
রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে। একই সঙ্গে জীবনের সব পাপ মোচন, এক মাসের সিয়াম সাধনা কবুল ও নাজাতের জন্য প্রার্থনা করা হয়।
সোমবার (২৫ মে) সকাল ৮টায় রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে নগরের প্রধান ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান।
নিরাপদ দূরত্ব বজায় রেখে মুসল্লিরা ফাঁকা ফাঁকা হয়ে সারিবদ্ধভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি বা করমর্দন করেননি কেউ। তবে দূর থেকেই কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। পরে এই মসজিদে ঈদের দ্বিতীয় জামাত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ রেজাউল করিম।
এছাড়া নগরের রানীবাজার জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়। এই জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা শাহাদত আলী। তিনি প্রতি বছর রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন। কিন্তু করোনায় এ বছর সেখানে জামাত অনুষ্ঠিত হয়নি।
এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে এবার সরকারি নির্দেশনা মেনে নগর ও জেলার অন্যান্য মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর