ঈদের দিনও ত্রাণ দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৫ মে ২০২০

করোনা দুর্যোগের শুরু থেকে পঞ্চগড়ে নানা ধরনের সচেতনতামূলক কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ মে) ঈদের দিন অসহায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন সেনাসদস্যরা।

সোমবার দুপুরে জেলা শহরের রামের ডাংগা ও পুরাতন ক্যাম্প এলাকায় শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন সেনাসদস্যরা।

Ponchogor-(1)

সৈয়দপুর সেনানিবাসের ক্যাপ্টেন রিয়াসাদ ও ক্যাপ্টেন গালীবের নেতৃত্বে সেনাসদস্যের একটি দল এসব ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণের মধ্যে ছিল চাল-ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। ঈদের দিন সেনাবাহিনীর এমন উপহার পেয়ে খুশি হন স্থানীয় গরিব ও দুস্থরা।

সফিকুল আলম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।