ফেনীতে উপজেলা চেয়ারম্যান-ইমামসহ ৮ জনের করোনা শনাক্ত
ফেনীতে উপজেলা চেয়ারম্যানসহ আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান। তিনি ক্ষমতাসীন দলের সহযোগী একটি সংগঠনের জেলার শীর্ষ নেতাও।
করোনায় আক্রান্ত অন্যরা হলেন-ঈদে ঢাকা থেকে আসা দাগনভূঞা সদর ইউনিয়নের পূর্ব জগতপুরে দুইজন, ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুরে দুইজন এবং ফেনী সদর উপজেলার দুই বাসিন্দা। এছাড়া একজন সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা। ঈদের আগের দিন অসুস্থ হয়ে তিনি হঠাৎ মারা যান। পরে তার নমুনায় করোনা ধরা পড়ে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।
জেলার করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এ পর্যন্ত ফেনীতে এক হাজার ৩১৫ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মোট এক হাজার ২৩১ জনের প্রতিবেদন আসে।
এসব প্রতিবেদনে দেখা গেছে, ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ফেনী সদরের ২৯ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভূঞায় ১৯ জন, সোনাগাজীতে ১১ জন, ফুলগাজীতে ৫ জন, পরশুরামে ৭ জনসহ আরও চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৫০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন দুইজন।
রাশেদুল হাসান/এসআর/জেআইএম