বেদেপল্লীতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু, আরেকজন গুরুতর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৮ মে ২০২০

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালি মান্দ্রা বেদেপল্লীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছেন। আরও একজন নারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার (২৭ মে) রাতে গোয়ালি মান্দ্রা বেদেপল্লীতে করোনার উপসর্গ নিয়ে আলতাফ হোসেন (৭০) নামে একজনের মৃত্যু হয়। এর আগে তার ভাই সিরাজ উদ্দিন করোনার উপসর্গ নিয়ে মারা যান। তবে তথ্য গোপন করে তাদের মরদেহ দাফন করা হয়েছে। প্রশাসনকে এ ব্যাপরে কিছুই জানানো হয়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খানের অনুরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান, লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন বেদেপল্লী পরিদর্শন করেন। একই সঙ্গে বেদেপল্লীর সর্দারদের সঙ্গে বৈঠক করে মৃত দুই ব্যক্তির বাড়ি ও অসুস্থ নারীর বাড়ি লকডাউন করেন তারা।

বেদে সম্প্রদায়ের মেম্বার এবাদুল বলেন, সংবাদ পেয়ে প্রশাসন ছুটে আসায় আমরা এখন অনেকটা স্বস্তিতে আছি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বেদেদের অবাধ চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। এটা খুব ভালো কাজ হয়েছে।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, বেদেদের করোনা সচেতনতার জন্য আমরা সেখানে ছুটে যাই। তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বেদেপল্লীতে যাই। সেখানে বৈঠক করে তিনটি বাড়ি লকডাউন করা হয়। যে দুই ব্যক্তি মারা গেছেন তাদের করোনার উপসর্গ ছিল। এখনও দুই ব্যক্তির মধ্যে করোনার উপসর্গ রয়েছে। এর বাইরেও করোনা আক্রান্ত ব্যক্তি থাকতে পারেন বলে তাদের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান বলেন, সাময়িকভাবে তিন বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা নেয়া হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান বলেন, লকডাউন করা তিন পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা দেয়া হবে। যাতে তাদের খাবারের জন্য বাইরে আসতে না হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বেদেদের নমুনা সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে বেদেপল্লীর কয়েকজনের নমুনা সংগ্রহ করেছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।