বগুড়ায় একদিনে চিকিৎসক-পুলিশসহ ১৮ জনের করোনা শনাক্ত
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে ১৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন, নারী পাঁচজন। এদের মধ্যে সদরের ১৫ জন, শাজাহানপুর, সারিয়াকান্দি ও দুপচাচিয়ার একজন করে। এদের মধ্যে একজন চিকিৎসক ও তার আত্মীয় দুইজন, দুইজন পুলিশ কনস্টেবল ও পাঁচজন কারারক্ষী রয়েছেন।
বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২৯৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। মৃত্যু হয়েছে একজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭৩ জন।
এএম/পিআর