গরুর পানি রাখার পাত্রে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:০২ এএম, ৩১ মে ২০২০

খাগড়াছড়ির মানিকছড়িতে পানির গামলায় (গরুর জন্য পানি খাওয়ার পাত্র) পড়ে জিসান নামে তের মাস বয়সী শিশুর অকাল মৃত্যু হয়েছে। অবুঝ শিশু জিসানকে হারিয়ে পুরো পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে মানিকছড়ির মরাডলু এলাকার আবদুল রাজ্জাক মিস্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু জিসান মানিকছড়ির মরাডলু এলাকার মো. ইয়াছিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় ঘরের সামনেই ছিল শিশু জিসান। এক পর্যায়ে ঘরের সামনে বাড়ির উঠানে থাকা পানির গামলায় ডুবে যায় শিশুটি। তাকে দেখত না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পায় পানির গামলায় হাবুডুবু খাচ্ছে জিসান। তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু জিসানের মৃত্যুর খবরে হাসপাতালে থাকা শিশু জিসানের দাদা মো. আবদুল রাজ্জাক কান্নায় ভেঙে পড়েন। এসময় শিশু জিসানের বাবা মো. ইয়াছিন ও মা আয়েশা বেগম একমাত্র সন্তানের মৃত্যুতে জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতালের পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এমন ঘটনা সত্যিই হৃদয়বিদারক। এমন একটি নিষ্পাপ শিশুর এভাবে চলে যাওয়া কারও কাম্য হতে পারে না।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।