ঠাকুরগাঁওয়ে নতুন করে শিশুসহ ২৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩১ মে ২০২০
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে দুই শিশুসহ নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১০৯ জন। শনিবার (৩০ মে) রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, শনাক্তদের মধ্যে দুইজন শিশু, ১৩ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন। তাদের বয়স সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৮৪ বছরের মধ্যে। তারা সকলেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে ফিরেছেন।

তিনি আরও জানান, শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ জন, বালিয়াডাঙ্গীর দুইজন, পীরগঞ্জের চারজন, হরিপুরের তিনজন ও রানীশংকৈল উপজেলার পাঁচজন রয়েছেন। গত ২৬ মে থেকে ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। শনিবার রাতে তাদের ২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, ঠাকুরগাঁও থেকে এক হাজার ৫৪৫ জনের নমুনা ঢাকা, রংপুর ও দিনাজপুরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৩০ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ৩২ জনের নমুনা দিনাজপুরে পাঠানো হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।